সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আশ্রয়ণ প্রকল্প নিয়ে অভিযোগ, পরিদর্শন করলেন ইউএনও | চ্যানেল খুলনা

আশ্রয়ণ প্রকল্প নিয়ে অভিযোগ, পরিদর্শন করলেন ইউএনও

আশ্রয়ণ প্রকল্প নিয়ে অভিযোগ, পরিদর্শন করলেন ইউএনওকুড়িগ্রামের সদর উপজেলার উচ্চগ্রাম আশ্রয়ণ প্রকল্প নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে একটি অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগপত্রে বলা হয়, মোটা অংকের অর্থের বিনিময়ে স্বাবলম্বী পরিবারের অনেক সদস্য প্রধানমন্ত্রীর দেয়া এই আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর পেয়েছেন।

অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরও তিনি কোন অভিযোগ নেননি। পরে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়ে-চড়ে বসে প্রশাসন।

এরই পরিপ্রেক্ষিতে সেই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন এবং সদর উপজেলার ভূমি কর্মকর্তা এসময় প্রশাসনের কর্মকর্তারা আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত পরিবারগুলোর সাথে অনিয়মের অভিযোগের বিষয়ে তুলে ধরেন। তবে অভিযোগকারীদের সাথে কথা বলেননি।

অনিয়মের বিষয়ে প্রকল্পে বসবাসরত ৫১ নম্বর ঘরের লিলি বেগম বলেন,’আমার স্বামী মারার যাবার পর দেবরের বাড়িতে থাকতাম, বন্যার সময় খুব সমস্যা হতো,এখন ঘর পেয়ে আমি খুশি,ঘর পেতে আমাকে কোন টাকা পয়সা দিতে হয়নি।’

এই বাসিন্দাদের মতো আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ বাসিন্দা বলছেন একই কথা, তাদের এখানে ঘর পেতে দিতে হয়নি কোন ধরনের টাকা পয়সা । তবে যারা অভিযোগ করছেন তারা আশ্রয়ন প্রকল্পের বসবাসরত কেউ নন বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন,”আমরা আজ আন অফিসিয়ালি ঘরগুলো দেখতে ও এখানকার মানুষদের সাথে কথা বলতে এসেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। “আপনার বিরুদ্ধে অভিযোগ এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন,’আমি অভিযোগের বিষয়ে কোন ধরনের চিঠি পাইনি।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে হামলায় নিহত ২, আহত ৫০

সারাদেশে বন্যায় ৪ জনের মৃত্যু

সোনার দাম ভরিতে বাড়ল ২৯০৪ টাকা

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

উপসচিব থেকে যুগ্মসচিব হলেন ২০১ কর্মকর্তা

নেত্রীকে দেশে না ফেরানো পর্যন্ত আন্দোলন চলবে : কোটালীপাড়া আ.লীগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।