সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে প্রোগ্রামিংয়ে দক্ষ হওয়ার বিকল্প নেই : প্রফেসর রেজাউল করিম | চ্যানেল খুলনা

খুবিতে ‘লেট’স কোড ইউর ক্যারিয়ার থ্রু প্রোগ্রামিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে প্রোগ্রামিংয়ে দক্ষ হওয়ার বিকল্প নেই : প্রফেসর রেজাউল করিম

কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে প্রোগ্রামিংয়ে দক্ষ হওয়ার বিকল্প নেই : প্রফেসর রেজাউল করিম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ক্লাব ‘রাউটার’ এর উদ্যোগে ‘লেট’স কোড ইউর ক্যারিয়ার থ্রু প্রোগ্রামিং’ শীর্ষক এক কর্মশালা শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বে এখন প্রযুক্তির ছড়াছড়ি। এজন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি, প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে। কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে প্রোগ্রামিং এ দক্ষ হতে হবে। পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামাররা কাজ করে থাকেন। প্রোগ্রামিং স্কিল আয়ত্ত করতে পারলে অনেক কিছুই সমাধান করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রযুক্তিতে দক্ষ হতে গেলে অনেক চ্যালেঞ্জ আসবে, তোমাদের এর ডিমান্ড বুঝতে হবে। নিজেদের একটা স্বপ্ন থাকতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নের পেছনে দৌঁড়াতে হবে। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। যাতে তোমাদের নিয়ে আমরা গর্ব করতে পারি।

ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইসমত কাদির। অনলাইনে যুক্ত থেকে মূল বক্তা হিসেবে প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয় ও প্রোগ্রাম মার্কেট নিয়ে আলোচনা করেন প্রোগ্রামিং হিরো’র সিইও ঝংকার মাহবুব। উপস্থিত থেকে আলোচনা করেন প্রোগ্রামিং হিরো’র সিওও আব্দুর রকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসিই ডিসিপ্লিনের শিক্ষার্থী উম্মে তাসমিয়াহ ও ফাতিমা রহমান।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

চাকরির বাজারে সেরা প্রমাণের জন্য নিজেদের বহুগুণে যোগ্য করে তুলতে হবে

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা শুরু

প্রাকৃতিক দুর্যোগকালে গো-খাদ্যের চাহিদা পূরণে খুবির এই গবেষণা অত্যন্ত কার্যকরি হবে

আবাসিক হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ঢাবি উপাচার্যের মতবিনিময়

টানা বৃষ্টিতে খুবিতে সৃষ্ট দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ

খুবিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর আলোচনা সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।