স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন with she (উইথ সী)খুলনা জেলার আয়োজনে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ রোভার স্কাউট এর সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে দু’দিন ব্যাপী “ব্যক্তিগত সুরক্ষা কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয় টায় কর্মশালা শুরু হয়ে শুক্রবার দুপুর বারোটায় শেষ হয়।
দুদিনের এই কর্মশালায় ৩০জন প্রশিক্ষণার্থীকে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, পাঞ্চ, ব্লক, বেসিক সেল্ফ ডিফেন্স, ইয়োগা, স্ট্রেংথ ট্রেইনিং, কারাতে কিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের মধ্যের পার্থক্য সম্পর্কে জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইথ সী’র উপদেষ্টা শাহমিনা ইয়াসমিন, উইথ সী’র প্রতিষ্ঠাতা সমন্বয়ক ইমরান জাহান আরাফাত, উইথ সী’র হেড অব মার্কেটিং ও দৈনিক তথ্য’র নিজস্ব প্রতিবেদক হাসানুর রহমান তানজির, আলোকিত রূপসা সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম এবং সিনিয়র সিটিজেন লুতফর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের সম্পাদক মোঃ মাহামুদ হোসেন।
কর্মশালার প্রশিক্ষক ছিলেন ব্ল্যাক বেল্ট ফার্স্ট ড্যান, শিতোরিউ পদক প্রাপ্ত প্রশিক্ষক ইসরাত রেজওয়ানা তিশা। কর্মশালায় সবাইকে আনন্দ দিতে চমক হিসেবে ছিলো “সহজ মানুষ” ব্যান্ডের গানের আয়োজন।