বাংলাদেশ মহিলা পরিষদ খুলনার উদ্যোগে অঙ্কিতা দে ছোঁয়াকে ধর্ষণ পূর্বক হত্যার প্রতিবাদে খুলনা প্রেসক্লাবের সামনে সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টা দিকে মানববন্ধন হয়। এতে মহিলা পরিষদ খুলনার আহবায়ক অধ্যক্ষ দেলওয়ারা বেগম সভাপতিত্ব করেন।
মহিলা পরিষদ খুলনার কোষাধ্যক্ষ ইসরাত আরা হীরার পরিচালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্হিত থেকে একাত্মতা ঘোষণা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন অর রশীদ, জাপার নগর সভাপতি শফিকুল ইসলাম মধু, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিজানুর রহমান বাবু, জন উদ্যোগের সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন, সম্মিলিত রাইটার্স ফোরামের সাধারন সম্পাদক নুরুন্নাহার হীরা, সোনালী দিন প্রতিবন্ধী সংস্হার সহসভাপতি মো. সাবির খান, সৈয়েদা তৈয়েফুন নাহার।
উপস্থিত ছিলেন মহিলা পরিষদ খুলনার পারভীন ইলিয়াস, আলমাস আরা, অ্যাডভোকেট পপি ব্যানার্জী, অ্যাডভোকেট নুরুন নাহার পলি, অ্যাডভোকেট জাহানারা পারভীন, সাজেদা ইসলাম, জেরিন সুলতানা, গীতা দাস এবং শাখা কমিটির লায়লা বিলকিস, আমিনা আফরিন দৃষ্টি, বুলু রাণী, লক্ষী দাস প্রমূখ।