সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
অটিস্টিক শিশুরা নয়, দুর্নীতিবাজরা সমাজের বোঝা : শিক্ষামন্ত্রী | চ্যানেল খুলনা

অটিস্টিক শিশুরা নয়, দুর্নীতিবাজরা সমাজের বোঝা : শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অটিস্টিক শিশুরা সমাজের জন্য বোঝা নয়। দুর্নীতিবাজ ও সন্ত্রাসী যারা নেশায় আসক্ত, তারা সমাজের সত্যিকারের বোঝা।রবিবার (১ ডিসেম্বর) সকালে রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান মিলনায়তনে ‘ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি’ প্রকল্পের আয়োজনে টেকসই উন্নয়নের লক্ষ্যে অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় একীভূতকরণ শীর্ষক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অটিস্টিক শিশুদের মূলধারায় নিয়ে আসা হবে এমন কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রেই অটিস্টিকদের বিশেষ প্রতিভা থাকে। বিশ্বের অনেক বড় বড় বিজ্ঞানী, আর্টিস্ট, তারাও কোনো না কোনো দিকে অটিস্টিক ছিলেন। সমাজের সত্যিকারের বোঝা আমরা, যারা স্বাভাবিক বলে নিজেদের ভাবি। আমরা দুর্নীতিবাজ, আমরা সন্ত্রাসী, আমরা নেশায় আসক্ত। একটি জাতি তার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি কতটা দায়িত্বশীল, তার ওপর নির্ভর করে সে জাতি কতটা উন্নত। অটিস্টিক শিশুদের যে ভিন্নতা, তা আমরা ইতিবাচকভাবে ভাবতে শিখেছি।

অনেক শিক্ষক অটিস্টিকদের স্বাভাবিকভাবে নিতে পারেন না এমন কথা জানিয়ে দীপু মনি বলেন, আমরা যারা শিক্ষক, তাদের আগে আলোকিত হতে হবে। আমরা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। শিক্ষা মন্ত্রণালয় এরইমধ্যে অটিজম বিষয়ে প্রায় ৩০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে।

সেমিনারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, এনএএএনডি প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক দিদারুল আলম প্রমুখ।

সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বলেন, আমরা অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছি, মানবিক গুণাবলী বিকাশে আমরা সেভাবে এগুতে পারছি না। এসডিজির মূল লক্ষ্য হলো কেউ পিছিয়ে থাকবে না। অটিজম কোনো রোগ নয়। এরা বিশেষ চাহিদা সম্পন্ন। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পিছিয়ে রেখে আমাদের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।