ভারতীয় কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনন্যা বাঙ্গার। গত বছর হরমোন প্রতিস্থাপন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণের অস্ত্রোপচারের মাধ্যমে আরিয়ান থেকে অনন্যা হয়েছেন সঞ্জয়ের এই সন্তান। অবশ্য এর আগে বাবার পদাঙ্ক অনুসরণ করে বয়সভিত্তিক ক্রিকেটও খেলেছেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করেছেন অনন্যা। বলেছেন, ক্রিকেটাররা একসময় তাকে নগ্ন ছবি পাঠাতেন।
লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের পর সতীর্থ ক্রিকেটারদের প্রতিক্রিয়া কেমন ছিল–এমন প্রশ্নের জবাবে অনন্যা বলেন, ‘সমর্থনও ছিল, আবার কিছু হয়রানিও ছিল। কিছু ক্রিকেটার আমাকে যখন-তখন তাদের নগ্ন ছবি পাঠিয়েছে।’
অনন্যা এরপর এমন একজনের কথা বলেন, যিনি তাকে মৌখিকভাবেও হেনস্তা করেছেন। তিনি বলেন, ‘সেই ব্যক্তি সবার সামনে খারাপ ভাষা ব্যবহার করত। সেই একই ব্যক্তি এরপর আমার পাশে এসে বসত এবং আমার ছবি চাইত। আরেকটি ঘটনা ছিল, যখন আমি ভারতে ছিলাম, তখন একজন পুরোনো (প্রবীণ) ক্রিকেটারকে আমার পরিস্থিতির কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, চলো গাড়িতে যাই, আমি তোমার সঙ্গে ঘুমোতে চাই।’
এদিকে লিঙ্গ নিশ্চিতকরণের পর এখন অনন্যার ক্রিকেটা ক্যারিয়ারও হুমকির মুখে। ভারতের স্থানীয় ক্লাব ক্রিকেটে ইসলাম জিমখানার প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার খেলেছেন যুক্তরাষ্ট্রের লিস্টারশায়ারের হিংকলি ক্রিকেট ক্লাবেও।
তবে ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের নারী ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
তৎকালীন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছিলেন, ‘অন্তর্ভুক্তিমূলক হওয়া আমাদের কাছে খেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের অগ্রাধিকার হলো, আন্তর্জাতিক অঙ্গনের নারীদের খেলায় একটি সংহতি রাখা এবং খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া।’
ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে অনন্যা আইসিসির নতুন নিয়মের নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস