রাজধানীর কামরাঙ্গীচরে যুবলীগের অফিস ভাংচুর, টাকা লুটপাটের ঘটনায় ৫৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার এ ঘটনায় কামরাঙ্গীচর থানা মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে কামরাঙ্গীচর থানার ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, কামরাঙ্গীচরের যুবলীগের অফিস ভাংচুর ও টাকা মিসিং করার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ৪ ডিসেম্বর বিপুল সংখ্য ইয়াবাসহ কামরাঙ্গীচরে শাকিল আহমেদ ও আমির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওই দুই আসামিকে রিমান্ডে নিয়ে আসার পর ইয়াবা ব্যবসার নেপথ্যে সাদ্দাম জড়িত বলে গ্রেফতারকৃত আসামিরা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রেফতারকৃত সাদ্দাম যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং গড়ে তুলেছেন। এছাড়া তার রয়েছে অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য। পাশাপাশি মাদক বিক্রি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজি সন্ত্রাস সৃষ্টি করে জনমনে ভয়ভীতি সৃষ্টি করে চলছে।