চ্যানেল খুলনা ডেস্কঃঅনির্দিষ্টকাল বন্ধের পর অবশেষে খুলতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আগামী রবিবার (৮ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা ৬ ও ৭ ডিসেম্বর থেকে হলে থাকতে পারবেন। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। এ লক্ষ্যে বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৪টায় সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৫ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।