যশোর প্রতিনিধিঃযশোর জেলা জজ আদালতের (অবসরপ্রাপ্ত) নাজির রবিউল ইসলামের (৬০) বিরুদ্ধে সোয়া ১২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বাদী হয়ে রোববার কোতোয়ালি মডেল থানায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত রবিউল ইসলাম যশোর শহরের গাড়িখানা রোডের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র মতে, জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত নাজির রবিউল ইসলামের সম্পদের হিসাব জমা দিতে বলে দুদক। ২০১২ সালের ২৩ জুন দুদক সমন্বিত যশোর কার্যালয়ে সম্পদের হিসাব জমা দেন। এতে রবিউল ইসলাম নিজে এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ৭ নং গাড়িখানা রোডে ওয়ারিশ সূত্রে পাওয়া বিল্ডিংয়ে থাকা স্থাপনার মূল্য ৭০ লাখ টাকা দেখিয়েছেন। শহরের পুরাতন কসবায় কেনা সোয়া ৭ শতক জমির ক্রয় মূল্য ৪০ হাজার টাকা এবং ওই জমিতে নির্মিত ৩ তলা বিল্ডিংয়ের নির্মাণ খরচ ৬ লাখ দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক ডাকঘর ও অন্যান্য স্থানে বিনিয়োগ হিসেবে ৭৯ লাখ টাকার অস্থাবর সম্পদ এবং ১৪ ভরি সোনার অলংকার আছে বলে উল্লেখ করা হয়। তিনি স্থাবর-অস্থাবর সম্পত্তি এক কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা আছে বলে উল্লেখ করেন। কিন্তু দুদকের তদন্তে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৯৭ লাখ টাকা। দুদকের তদন্তে পাওয়া যায় তিনি ১২ লাখ ৩৪ হাজার ৯৯৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। যা তিনি দুদকে দেয়া তথ্য বিবরণীতে গোপন করেছেন। সে কারণে এদিন তার বিরুদ্ধে দুদক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে।