আগের ম্যাচে অভিষেক হলেও নামেননি ব্যাটিংয়ে। সূর্য কুমার ইয়াদব নামলেন এই ম্যাচে, করলেন ফিফটি। ধারাবাহিকতা ধরে রেখে ভালো করলেন শ্রেয়াস আয়ারও। তাতে বেশ বড় সংগ্রহই পেল ভারত। ইংল্যান্ডের সামনে তারা লক্ষ্য দিলো ১৮৬ রানের।
আহমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামে ইংল্যান্ড ও ভারত। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক ইয়ন মরগান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের।
১২ বল খেলে ১২ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার রোহিত শর্মা। ভালো করতে পারেননি আরেক ওপেনার লুকেশ রাহুলও। ২ চারে ১৭ বলে তিনি করেন ১৪ রান। ৫ বলে ১ রান করে আদিল রশিদের বলে আউট হয়ে যান অধিনায়ক বিরাট কোহলিও।
একপ্রান্তে উইকেট গেলেও অন্যপ্রান্তে ঠিকই দারুণ খেলছিলেন সুরইয়া কুমার ইয়াদব। ৬ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৫৭ রান করে তিনি আউট হন স্যাম কারানের বলে। তার বিদায়ের পর ভারতের ইনিংস এগিয়ে নেন চলতি সিরিজে দারুণ ধারাবিকতা দেখানো শ্রেয়াস আয়ার।
ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৩৭ করেন তিনি। ২৩ বলে ৩০ রান করেন ঋষভ পান্তও। তাতে বেশ বড় সংগ্রহই পায় ভারত। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দেয় ১৮৬ রানের। ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জফরা আর্চার।