তথ্য মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে যশোর জেলার অভয়নগর উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২৫জন গণমাধ্যমকর্মীদের নিয়ে দু’দিন ব্যাপী ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৯জানুয়ারি) সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান এবং পিফোরডি’র টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন। উদ্বোধনের পর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ের ওপর আলোচনা করেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।
কর্মশালার সঞ্চালনায় ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও পিফোরডি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মুনজুরুল আলম, কর্মশালা পরিচালনায় বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. আবুজার গাফ্ফারী। দুই দিনের কর্মশালায় অংশ গ্রহণ করেন বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ।