ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে যাত্রা করা একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। ওই উড়োজাহাজে ৫০ জনের বেশী আরোহী রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের পনতিয়ানাকের পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ওই উড়োজাহাজটি ২৭ বছরের পুরনো উল্লেখ করে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, এরই মধ্যে উড়োজাহাজটির অনুসন্ধান শুরু করা হয়েছে।
উড়োজাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার টুয়েন্টিফোর ডটকম জানিয়েছে, জাকার্তা থেকে উড্ডয়নের ৪ মিনিট পর উড়োজাহাজটি ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখান থেকে হঠাৎ করেই তা রাডার থেকে হারিয়ে যায়।