সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
অষ্ট্রেলিয়ার পেপিনো মেলন গাছে ফলন ধরায় ডুমুরিয়ার চাষী রফিকুল ইসলাম খুশি | চ্যানেল খুলনা

অষ্ট্রেলিয়ার পেপিনো মেলন গাছে ফলন ধরায় ডুমুরিয়ার চাষী রফিকুল ইসলাম খুশি

অষ্ট্রেলিয়ার গন্ডি পেরিয়ে পেপিনো মেলন পুষ্টিকর ফলের গাছ দেশের মাটিতে। খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রগতিশীল ড্রাগন চাষী রফিকুল ইসলাম। তার বাগানে বিদেশী এ পুষ্টিকর ফলের ৩০ টি গাছের কাটিং লাগিয়ে প্রাথমিক চাষাবাদ শুরু করেছে। খুলনার লবনক্ত এলাকায় এ ধরনের ফলের আবাদ কৃষিতে নুতন দিক উম্মোচিত হবে।
কষৃক রফিকুল ইসলাম জানান, ড্রাগন ফল চাষ করে এবছর ভাল লাভবান হয়েছে। নুতন কিছু ফল উৎপাদন করতে খোজ নিয়ে অষ্ট্রেলিয়ান প্রবাসী নীল ফামারীর সেলিম ভাইয়ের কাছ থেকে তিন শত টাকাদরে ৩০ পিস ফল গাছের কাটিং এনে গত ৪ মাস পূর্বে রোপন করি। প্রাথমিক পর্যায়ে গাছ গুলো বাচাঁনোর জন‍্য দুই পদ্ধতি গ্রহন করে মাটিতে ও টবে লাগিয়েছি।
প্রতিটি গাছ বেচেঁ আছে। বর্তমানে গাছ গুলোতে ব‍্যাপক হারে ফল ধরতে শুরু করেছে। তিনি বলেন লতার মতো গাছ মাচা পদ্ধতি গ্রহন করা হযেছে। এর একটি ফল ২০০ থেকে -৫০০গ্রাম পর্যন্ত হযে থাকে পুষ্টি সমৃদ্ধ এ ধরনের ফল উৎপাদন করে দেশের মানুষের পূষ্টির পাশাপাশি বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব।
দেশে এ ফলের চাষাবাদ কম তবে কাটিং পদ্ধতিতে চারা উৎপাদন করে ব্যাপক বিস্তৃতি ঘটানো সম্ভব। ড্রাগন ফলের পাশাপাশি এ ফল উৎপাদন ও বিক্রি নিয়ে চিন্তিত নয় খুলনার সেভ এন্ড সেভ মার্কেটে ভাল দামে বিক্রি করেছি। তিনি নুতন নুতন ফল চাষাবাদ ও উৎপাদন করে বাংলাদেশের কৃষিকে সামনের দিকে নিয়ে যেতে চান।
খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোচ্ছাদেক হোসেন বলেন পেপিনো মেনন বিদেশী ফল হলে এটি আমাদের আবহাওয়া উপযোগী ফল। কষৃক রফিকুল ইসলাম কৃষি বিভাগের পরামর্শে প্রথম বারের মতো এটি আবাদ করেছেন। ফল খেতে সুসাধু ও পুষ্টিকর। এখনও পর্যন্ত অবস্থা ভাল এবং ফল গাছের কাটিং করে কৃষকদের মাঝে ছড়িয়ে জাওযার জন‍্য কাজকরা হবে।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

শার্শায় তিনদিন ব‍্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ফকিরহাটে গমের বাম্পার ফলনের আশা চাষিদের

ডুমুরিয়ায় পতিত জমিতে রিলে পদ্ধতিতে সরিষা আবাদ

দাকোপে লোকজ’র কৃষক মাঠ দিবস পালন

ডুমুরিয়ায় আধুনিক কৃষিতে কেঁচো কম্পোস্ট সার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে

ডুমুরিয়া সরিষার ভালো ফলনের সম্ভাবনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।