খুলনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ। বৃহষ্পতিবার নগরীর ডাক বাংলো ও সোনালী ব্যাংক চত্বরে দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এই সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। সন্ধ্যা সাতটায় তিনি সভাপতিত্বের বক্তব্য রাখেন। এ সময় তিনি আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, আজ আমি এতিম। তিনি বলেন রাত তিন চারটার দিকে গভীর রাতে নগরীর শেরে এ বাংলা রোড থেকে পালিয়ে যেতে হয়েছিলো আমাদের। তিনি বলেন, আমার বাপের ভিটায় সেনাবাহিনী হামলা করেছিলো। আমার মা আমাদের নানা বাড়ি নিয়ে গেলে সেখানেও বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। কি দোষ ছিলো আমাদের? কি অপরাধ করেছিলেন আমার পিতা? এমন প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন আমার পিতা শহীদ শেখ আবু নাসের ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাই ছিলেন। তিনি বলেন, আমার বাবা চাইলে ঢাকায় গিয়ে অনেক টাকার মালিক হতে পারতেন কিন্তু তিনি তা করেননি। খুলনা ও খুলনাবাসিকে ভালোবেসে এখানে থেকে যান। তার পরবর্তীতে আমার বড় ভাই শেখ হেলাল উদ্দিন, সেখ সালাহউদ্দিন জুয়েল এখনও খুলনাবাসির আপদে বিপদে পাশে আছেন। তিনি বলেন, আমাদের রক্ত লুৎফর রহমানের রক্ত, শেখ মুজিবের রক্ত। আমাদের দেহে দুর্নীতি, সন্ত্রাস ও খুনীর রক্ত নয়। তিনি তরুনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিতের আহ্বান জানান।
বক্তব্যেও শেষে তিনি বলেন, আমার ছোট কন্যা অসুস্থ্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর আজ আপনারা খুলনায় সমাবেত হয়েছেন। আমার মনে হয়েছে আপনাদের কাছে আমার চলে আসা উচিত। আমি অসুস্থ্য মেয়েকে রেখে আজ আপনাদের মাঝে এটাই হচ্ছে বঙ্গবন্ধুর রক্ত।