গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এর উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসেবে আইইবি-খুলনা কেন্দ্রের উদ্যোগে সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ সংলঘ্ন পুকুরে (খানজাহান আলী হলের সম্মুখে) মৎস্য অবমুক্তকরণ কর্মসূচী-২০২৩ পালন করা হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্ধোদন করেন আইইবি-খুলনা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জনাব জয়দেব পাল, এবং সঞ্চলনায় ছিলেন সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান। এবারের প্রতিপাদ্য বিষয় “ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংরাদেশ ” কে সামনে রেখে মৎস্য অবমুক্তকরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যানদ্বয় প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ও প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, কাউন্সিল সদস্য ড. প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, প্রকৌশলী আসিফ রুবায়েত হোসেন, প্রকৌশলী শেখ মারুফুল হক, সহ খুলনা অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।