সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আইন আছে, এখন থেকে ফাইন হবে : আতিক | চ্যানেল খুলনা

আইন আছে, এখন থেকে ফাইন হবে : আতিক

চ্যানেল খুলনা ডেস্কঃমশক নিধনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি কাউন্সিলরদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়ে বলেন, যার যার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া না গেলে আইনের মাধ্যমে জরিমানা করা হবে। দেশে আইন আছে, কিন্তু ফাইন নেই, এখন থেকে ফাইন করা হবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেছেন, মশা সবচেয়ে বড় একটি ফ্যাক্ট। আগামী সোমবার থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কাউন্সিলরদের নিয়ে মনিটরিং করা হবে। সিটি করপোরেশনের এই মুহূর্তের দায়িত্ব মশক নিধকরা কোথায় কাজ করছেন, নির্ধারিত স্থানে যাচ্ছেন কি না, ওষধ ছিটানোর নির্দেশনা মানছেন কি না তা দেখা।

ঢাকার যানজট নিয়ে মেয়র আতিকুল বলেন, যত দিন ঢাকা বাস রুট ফ্রেঞ্চাইজ করতে না পারব, যত দিন যত্রতত্র বাসের অসম প্রতিযোগিতা বন্ধ করতে না পারব, তত দিন এ থেকে রক্ষা পাওয়া যাবে না। সিটি করপোরেশনের জন্য যানজট ও জলজট একটি চ্যালেঞ্জিং ব্যাপার। দুই সিটি এক সঙ্গে মিলে কাজ করে যানজট ও জলজট নিরসনের ব্যবস্থা করা হবে।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।