মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার নির্বাচন বিষয় খুলনা শ্রম দপ্তরকে অবহিত না করা ও উচ্চ আদালতের আদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়ায় আইনী জটিলতা সৃষ্টিতে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন। বৃহস্পতিবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জি এম রফিকুল ইসলামের নিকট পদত্যাগ পত্র জমা দেন তিনি।
পদত্যাগ পত্রে তিনি উলেখ করেন, ১৯ ডিসেম্বর শ্রম অধিদপ্তর খুলনার ৪০. ২০. ০০০০, ১০৩, ৩৪, ২১০৮ (২য় খন্ড) ১২/১৯৭৪নং স্মারক অনুযায়ী ও শ্রম ৯২/২০১৪-এর ২২/১২/২০২০ এবং আপীল নং- ০৬/২০২১ শ্রম আপীল ট্রাইব্যুনাল নং ০৬/২০২১ তারিখ ১৯/১/২০২১ এর আদেশ প্রাপ্ত হয়েছি।
এছাড়া ইউনিয়নের সদস্য খায়রুল আলম ও আর জি উজ্জলের অভিযোগের প্রেক্ষিতে ২২ ডিসেম্বর মেট্রোপলিটন সাংবাদিক ইউনয়ন, খুলনার নির্বাচন বিষয় খুলনা শ্রম দপ্তরকে অবহিত না করা ও উচ্চ আদালতের আদেশ চূড়ান্তভাবে নিষ্পত্তি না করায় আইনী জটিলতা সৃষ্টি হওয়ায় আমি আদালত এবং শ্রম দপ্তরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত-১৮) এর ধারা ৩১৭(৪) (ঘ)-এর বিধান এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এর ২০১৪ সালের ৮ জুলাই-এর নির্দেশনা মোতাবেক পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স, খুলনার তত্ত¡াবধানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান থাকলেও আগামী ২২ ডিসেম্বর রোববার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা-১০৬৭) অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে এ দপ্তরকে অবহিত করা হয়নি।
এমতাবস্থায় অনুচ্ছেদ ০১ এ উলিখিত অভিযোগ এবং অনুচ্ছেদ ০২ ও ০৩ এ উলিখিত বিষয় বিবেচনায় নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হলো।