সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আগামী মাসের মধ্যেই আসছে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি | চ্যানেল খুলনা

আগামী মাসের মধ্যেই আসছে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি

চ্যানেল খুলনা ডেস্কঃসরকারি কর্ম কমিশন সচিবালয় (পিএসসি) আগামী মাসের মধ্যেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার কারণে সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি পিএসসির।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, আগামী সপ্তাহে ৩৭তম বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগের ২য় শ্রেণির একটি তালিকা প্রকাশ করা হবে এবং নভেম্বরের মধ্যেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিকে, চলতি বছর অনুষ্ঠিত হওয়া ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ডিসেম্বর মাসে গ্রহণের পরিকল্পনাও হাতে নিয়েছে পিএসসি।

আশা করা যাচ্ছে, নভেম্বর মাসের শেষের দিকেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। ৪০তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র যাচাই ও প্রশ্নপত্র প্রস্তুত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পিএসসির রেকর্ড অনুযায়ী, ৪০তম বিসিএসে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন চাকরি প্রার্থী আবেদন করে, যেখানে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগদানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

তিনি আরও জানান, ৪১তম বিসিএসের শূন্য পদের চাহিদার কথা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগেই জানানো হয়েছে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৯ মে মোট ২ হাজার ১৩৫টি শূন্য পদের সংখ্যা জানিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ জানিয়েছে পিএসসিকে।

এবারের বিসিএসে সাধারণ শিক্ষায় ৮৯২ জন, প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, বিসিএস কৃষি ক্যাডারের ১৮৯ জন, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও ডেন্টাল সার্জনে ১৪০ জন, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ১০০ জন, কর ক্যাডারে ৬০ জন, তথ্য ক্যাডারে ৪৭ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ২৫ জন, শুল্ক ও আবগারিতে ২৩ জন, আনসার ২৩ জন, পরিসংখ্যান কর্মকর্তা পদে ১২ জন, সমবায় ক্যাডারে ৮ জন এবং বাণিজ্য ক্যাডারের সহকারী নিয়ন্ত্রক ক্যাডারে ৪ জন নিয়ে মোট ২ হাজার ১৩৫ জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।