সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আগের দামেই সোনা-রুপা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাজুসের | চ্যানেল খুলনা

আগের দামেই সোনা-রুপা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাজুসের

সোনা ও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি এবং কেনাবেচায় নতুন কোনো পদ্ধতি বা নিয়ম চালু হয়নি বলে জানিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনা-রুপার দাম নিয়ে বিভ্রান্ত না হতে ক্রেতা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি নির্ধারণ করা দামেই সোনা ও রূপা কেনাবেচা হবে। এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।

বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে প্রচলিত নিয়মে ৫ শতাংশ ভ্যাট ও মজুরি যোগ করে এখন ক্রেতাকে প্রায় ৮০ হাজার টাকা দিতে হচ্ছে।

২১ ক্যারেটের সোনা ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৪৪৭ টাকায় বিক্রি হচ্ছে। এসব ক্ষেত্রেও ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট ও মজুরি দিতে হচ্ছে।

বর্তমান বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘সোনার দামের বিষয়ে সব সিদ্ধান্তই লিখিতভাবে জানানো হবে। আপাতত বাংলাদেশে সব জুয়েলারি ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে আগের (২০২১ সালের ১৩ জানুয়ারি নোটিশে প্রকাশিত) দামে সোনা-রুপা কেনাবেচার জন্য অনুরোধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ ফেব্রুয়ারির ইজিএমে সোনার দামের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণের সিদ্ধান্ত কণ্ঠভোটে পাস হয়েছে। তবে এ বিষয়ে অধিকতর স্বচ্ছতার জন্য বিদ্যমান আইনের আলোকে পরামর্শ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট শাখায় চিঠি দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে বিশদ বিশ্লেষণ ও পরিবর্তিত স্বর্ণমূল্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বা করোনাকালে এ ধরনের সিদ্ধান্তের ফলে এই সেক্টর কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তার মূল্যায়ন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চিঠি পাওয়ার পর নতুন সিদ্ধান্ত প্রয়োগের সময় নির্ধারণের জন্য বাজুসের কার্যনির্বাহী কমিটির সভা আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

রূপালী ব্যাংকের এমডি ও সিইও হলেন ওয়াহিদুল ইসলাম

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও যাতায়াত স্বাভাবিক

মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেনাপোল স্থলবন্দরে ৯ দিনে ভারত থেকে এলো ১৩৪০ মেট্রিক টন চাল

শুল্কমুক্ত সুবিধায় ৪ দিনে ভারত থেকে ৭২৫ মেট্রিক টন চাল আমদানি

১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।