তালা প্রতিনিধিঃ আসন্ন আদমশুমারীতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তি দাবীতে বৃহস্পতিবার সকালে তালা প্রেসক্লাবের সামনে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিডিইআরএম কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক জয়ন্তী রানী। বিডিইআরএম সভাপতি দিলীপ কুমার দাস,উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার জুয়েল সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন সঠিক তথ্য-উপাত্ত্ব ছাড়া এই জনগোষ্ঠী জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়। সেই বিবেচনায় আদমশুমারী-২০২১ একটি বিশেষ সুযোগ সৃষ্টি করেছে। এই আদমশুমারীতে দলিত জনগোষ্ঠীকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করা খুবই জরুরি।