মোংলায় ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষ প্রভাবশালী একটি গ্রুপের বিরুদ্ধে স্থাপনা তৈরি করার অভিযোগ উঠেছে। পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় আদলতের নিষেধাজ্ঞা অমান্য করে এই স্থাপনা করছেন জনৈক রাজিবুল আলিম ও মোঃ আকরামুজ্জামান নামে দুই ব্যক্তি। এই দুইজনসহ ১৫ জনকে আসামী করে এরই মধ্যে মোসাঃ লুৎফুন নাহার নামে এক নারী তার মালিকানা বসতভূমিতে গত ৪ জানুয়ারি আদলতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে ওই নারীর বসতভূমিতে জোরপূর্বক স্থাপনা করছেন অভিযুক্তরা।
আদালত থেকে জারি করা নিষেধাজ্ঞার আদেশ থেকে জানা যায়, পৌর শহরের সিগনাল
টাওয়ার এলাকার বাসিন্দা মৃত মোঃ ইসমাইলের স্ত্রী মোসাঃ লুৎফুন নাহারের নামে ৪৯৫৩/৭০ এবং ৪৯৫২/৭০ নম্বর রেজিষ্ট্রি কবলা দলিল মূল্য ক্রয় করা শেলাবুনিয়ার মৌজার ৪১ দশমিক ৩৭ বসতভূমি রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দাপটে তিনি ওই বসতভূমিতে দখলে যেতে পারছেননা। দীর্ঘদিন এই অবস্থায় থাকার পর অসহায় হয়ে একপর্যায়ে তিনি ওই সম্পত্তির ওপর আদলাতের মাধ্যমে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা আনেন। কিন্তু প্রতিপক্ষ স্থানীয় প্রভাবশালী
গ্রুপের রাজিবুল আলিম ও মোঃ আকরামুজ্জামান সেই নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা তৈরি করেন। এতে ভুক্তভোগী ওই নারী তাদেরকে
বাধা দিলে তাকে নানা ধরনের হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে রাজিবুল আলীম ও আকরামুজ্জামানের বক্তব্য নিতে একাধিকবার ফোন করা হলে তারা রিসিভ করেননি।
এ প্রসঙ্গে জানতে চাইলে মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোনও পক্ষই কিছু করতে পারবেনা। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।