আদালতের ভেতরকার সব কথোপকথন সংবাদমাধ্যমের প্রকাশ করার সম্পূর্ণ অধিকার রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের শীর্ষ আদালত।
নির্বাচন কমিশনের এক আবেদনের শুনানি নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট এ কথা জানায়। খবর : আনন্দবাজার।
নির্বাচন কমিশনেরও ‘মান-সম্মান আছে’ এই যুক্তি তুলে ধরে তাদের বিরুদ্ধে করা বিচারপতিদের মৌখিক মন্তব্য ও পর্যবেক্ষণ যাতে সংবাদমাধ্যমে প্রকাশ না হয়, তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্বাচন কমিশনের আইনজীবী।
শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, আজকের দিনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে কোনোভাবেই মৌখিক শুনানি প্রকাশ করা থেকে বিরত করা যাবে না। কারণ আদালতের ভেতরে কী ঘটছে, তা জানার কৌতূহল এবং অধিকার সাধারণ মানুষের রয়েছে। কোনো মামলার সর্বশেষ রায়ের পাশাপাশি আদালতের ভেতরের কথোপকথনও তারা জানতেই পারে।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরও বলেন, ‘হাইকোর্ট বিচার বিভাগের গুরুত্বপূর্ণ স্তম্ভ। হাইকোর্টকে অবমাননা করা উচিত নয়। অনেক সময়ই এজলাসে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণ অনুযায়ী নানা রকম মন্তব্য করে থাকেন। বিচারপতিদের সেই সমস্ত মন্তব্যের ওপরও লাগাম টানা অসম্ভব।’
এর আগে করোনার এই ভয়াবহ পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করে নজিরবিহীন মন্তব্য করেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
করোনার দ্বিতীয় ঢেউ ভয়ানক আকার ধারণ করার পরেও দেশের বিভিন্ন জায়গায় যখন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মিছিল, রোডশো, জনসভা হচ্ছিল, তখন কমিশনের কর্তারা কোথায় ছিলেন- এই প্রশ্ন তুলে তাদের ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের জন্য কমিশনের অফিসারদের বিরুদ্ধে ‘মানুষ খুনের’ মামলা করা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।