মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি, মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয় অদ্য ২৭ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় খুলনা রেঞ্জ কার্যালয়ে এসে পৌছালে তাঁকে স্বাগত জানান খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।
মহাপরিচালক মহোদয়কে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ কার্যালয়ের মাঠে রেঞ্জাধীন প্রতিটি ব্যাটালিয়ন ও জেলার সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারি ও সদস্য-সদস্যাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি, মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।
মতবিনিময় সভায় প্রথমে মহাপরিচালক মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যে সকল সদস্য শাহাদাত বরণ করেন তাঁদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বলেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার প্রচেষ্ঠায় বাহিনী সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন দেশ সেবার আদর্শ কে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশ প্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথাভাবে পালন করতে হবে।
মহাপরিচালক মহোদয় রেঞ্জ ও জেলা কার্যালয় এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
পরে মহাপরিচালক মহোদয় খুলনা দৌলতপুরস্থ আনসার ফ্লাওয়ার মিল পরিদশন করে মিলের সার্বিক কার্যক্রমের উপর দিক নির্দেশনা প্রদান করেন।