আন্দোলন দমাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের আবারও গুম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৭ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে এখন পর্যন্ত তাদের খোঁজ দিচ্ছে না। এই যে তুলে নিয়ে যাওয়া, এই যে অদৃশ্য করা নতুন করে আবার শুরু হয়েছে। কারণ একতরফা ও ভোটারবিহীন নির্বাচন তো করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণকে ভয় পাইয়ে দিতে হবে। এই ভয় পাইয়ে দেওয়ার জন্য আবার নতুন করে তারা (সরকার) গুম করার কর্মসূচি শুরু করেছে।’
তিনি বলেন, ‘গুমের জন্য টার্গেটই করা হয়েছে তরুণদের। এই তরুণরা আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড। তাদেরকেই টার্গেট করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি অবিলম্বে মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সবাই শান্তিতে বেঁচে থাকার জন্য আমাদের এই সংগ্রাম, আমাদের এই অবরোধ কর্মসূচি। এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমাদের এই অবরোধ কর্মসূচি গণদাবির ওপর ভিত্তি করে। এটা নিছক বিএনপির কোনো দলীয় কর্মসূচি নয়। এটা সামগ্রিকভাবে গোটা জনগণ যে তার মালিকানা থেকে বঞ্চিত হয়েছে, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘদিন যত রক্ত ঝরিয়েছে তাদের ঋণ পরিশোধ করার জন্য বিএনপিসহ সমমনা জোটগুলো এই সংগ্রাম করছে। নানান রাষ্ট্রীয় উৎপীড়নের মুখেও তারা মাঠে আছে।’
‘আমি বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তির যত নেতাকর্মীরা রয়েছেন এবং সমমনা দলগুলো যারা সংগ্রামে অংশগ্রহণ করছে, তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাব… শত বাধা অতিক্রম করে অতীতে যেমন কর্মসূচি পালন করে এসেছেন, এবার এই কর্মসূচিও পালন করবেন। জনগণকে সঙ্গে নিয়ে পথে পথে বাধা দেবেন, মহাসড়কে অবরোধ তৈরি করবেন শান্তিপূর্ণভাবে অবস্থান করেই।’