সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আপনার রাশিফল | চ্যানেল খুলনা

ডক্টর জাকারিয়া জাকির এর দৃষ্টিতে ২০২০

আপনার রাশিফল

চ্যানেল খুলনা ডেস্কঃ মানব জীবনে কখনো হাসির জোয়ারে ভাসতে হয়, আবার কখনো কালের চক্রে সময়ের আবর্তনে জীবনে আসে অবসাদ, মানুষ মাত্রই আছে শোক, আছে দু:খ , আছে যন্ত্রনা।
দারিদ্রের শ্মশান শুন্যতা বুক ভরা ব্যথা আর অশ্রু ঝরা মনে আশাহত নারী পুরুষ কি করে ২০২০ সালে পূর্ন আশা নিয়ে সুখ সম্পদের নীল আকাশে পাখা মেলে উড়তে পারে, আর কি করে সৌভাগ্যশালী হতে পারে। এটাই পৃথিবীর সকল জনগোষ্ঠির জল্পনা কল্পনা ও ভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। পৃথিবীর সকল দেশই এই খ্রীষ্টীয় শতাব্দীকে আনন্দ ও অনুভূতির মধ্য দিয়ে গ্রহণ করতে পারে। যদি ও বিভিন্ন জাতির মাঝে বিভিন্ন ধর্মের কারণে বিভিন্ন সাল প্রচলিত।

আগামী দিন গুলো কেমন যেতে পারে ।
সংখ্যা বিজ্ঞানে ২০২০ সাল অর্থ্যাৎ ২+০+২+০=৪ সংখ্যা রাহুর চিহ্ন বিশেষ।

২সংখ্যা চন্দ্রের সেহেতু

২+২=৪। চন্দ্র মনের কারক তাই কল্পনা বিলাসী। কেউ হয়ত তার মনের মানুষকে
কাছে পেতে পারে আবার কারোর মনের মানুষ হয়তবা দূরে সরে যেতে পারে।
সারা পৃথিবীর মানুষের জন্য কর্ম সংখ্যা ৪। বছরটি শুর হচ্ছে বুধবার দিয়ে । অশ্রু ঝরা
মনে আজকে অনেকে উদাসীন, উন্মনা, নিথর ও নিস্তব্দ। রিক্ত মনে কিছুতেই ভূলতে পারছে
না কি যেন হারিয়ে গেছে। যা পাওয়ার কথা ছিল, তা না পাওয়ার বেদনায় বিষন্ন। সংখ্যা
তত্বে আর রাশিচক্রে ২০২০=২+২=৪ এ বছরটা হলো রাহুর বছর=৪ সংখ্যা ভয়াবহ। কবির ভাষায়
“এক হাতে মোর বাঁশের বাঁশরী আর হাতে রন-তুর্য” নজরুলের বিদ্রোহী কবিতা,
করিগুরু রবীন্দ্রনাথের এবার ফিরাও মোরে, “দুর্ভাগ্য দেশ” এবং শেলীর চজঙগঊঞঐটঝঊ
টঘইঙটঘউ হল ৪ এর চুড়ান্ত নির্দশন। অন্যায়ের বিরুদ্ধে ৪ সংখ্যার নারী পুরুষ জাগ্রত
প্রহরী। জন্ম সংখ্যা ৪ কিম্বা নাম সংখ্যা = ৪ হলে গুনী, প্রজ্ঞাবান এবং কর্তব্যে অবিচল।
পৃথিবীর সকল সৃষ্টিজীব ১২ টি রাশির প্রভাবে পরিচালিত। ভাগ্যর উৎস সন্ধান করতে
জ্যোতিষ শাস্ত্র, হস্ত রেখাও সংখ্যা বিজ্ঞান আবশ্যক। সংখ্যার উপর প্রতিটি মানুষের
জীবনে শুভ অশুভ নির্ভরশীল। ফিস সামায়ি বুরুজা এর দ্বারা দ্বাদশ রাশি বোঝানো
হয়েছে। রাশি ১২ টি হবার ব্যাপারে কোন নারী পুরুষ ভিন্নমত পোষণ করেনা। পাশ্চাত্য
মতে প্রতি বছর ২১ মার্চ থেকে ২৩ মার্চ রবি বিষূব বিন্দুতে প্রবেশ করে। পশ্চিমা
দেশে নারী পুরুষের রাশি বিচার করা হয় ইংরেজী মাসের ২১ তারিখ থেকে পরবতী মাসের ২০
তারিখ হিসাবে। ভাগ্যর ভালোমন্দ সৃষ্টিকর্তা ভালো জানেন। পবিত্র কোরআনের সুরাহ
হাশরের ২২ নং আয়াত ও পবিত্র আহাদ নামায় বর্নীত তিনি আল্লাহ, তিনি ব্যতিত কোন
উপাস্য নাই। তিনি অদৃশ্য ও দৃশ্যর পরিজ্ঞাতা। আমরা যেটা বলি বা করি সেটা হতেও পারে
আবার নাও হতে পারে। ২০১৯ সালের বিদায় লগ্নে প্রকৃতির উদার অঙ্গনে মহা সমারোহে
শুন্যতা ও রিক্ততার ভিতর দিয়ে কখন যে বিদায় গ্রহন করছে তা অনেকেই খেয়াল করেনি। গ্রহ
নক্ষত্রের প্রভাবে পার্থিব জগতে অনেক বিবর্তন এবং পৃথিবীর অবস্থায় ও আসে ব্যাপক
পরিবর্তন।রাশি আর রাশিফল নারী পুরুষের ব্যক্তিজীবন, বিয়ে শাদী, রাজনৈতিক কর্মকান্ড

ইত্যাদি পরিস্থিতি অনুধাবনে সহায়তা করে। প্রাচ্য মতে (ভারতীয়) চন্দ্রের অবস্থানে রাশি
নির্নয় করা হয়।
মেষ- ২১ মার্চ- ২০ এপ্রিল

অগ্নিচিহ্ন-অধিপতি মঙ্গল-(চর)-পরিশ্রম ও ধৈর্য্যর কারনে সার্বিক সাফল্যতা
আসতে পারে । প্রচুর কাজের মধ্য ডুবে থাকার দরুন মস্তিস্কে যন্ত্রনা হতে
পারে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়তে পারে। রাজনৈতিক নেতা
/ব্যবসায়ী হলে পঞ্চমুখে সুনাম অর্জন হতে পারে। আর্থিক শুভ, পরামর্শ- প্রবল
ধারনীয়। প্রত্যহ সকালে গরম পানি পান আবশ্যক।

বৃষ- ২১ এপ্রিল- ২০ মে

মৃত্তিকা চিহ্ন-অধিপতি শুক্র-(স্থির)-চলতি বছরে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ
বিদ্যমান। বিদেশ যাত্রা। গৃহে শুভ যোগে অনুষ্ঠান হতে পারে। পরামর্শ
ডায়মন্ড/শ্বেত পোখরাজ ধারনীয়।

মিথুনঃ- ২১ মে- ২০ জুন

বায়ুচিহ্ন অধিপতি-বুধ-(দ্যর্তক)। প্রিয়জনের সাথে মত পার্থক্য হতে পারে।
প্রেম ভালোবাসা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। নূতন কোন কাজে জড়ায় পড়া
লাগতে পারে। পরামর্শ ব্রাজিল/রাশিয়ান পান্না ধারনীয়।

কর্কট- ২১ জুন- ২০ জুলাই

জলজ চিহ্ন-অধিপতি-চন্দ্র-(চর)-ধৈর্য্য সহকারে নিজ স্বার্থ চরিতার্থ করতে
কৌশল অবলম্বন করতে পারে। বড় ধরনের ব্যবসা দেখা যায়। স্থান পরিবর্তনের যোগ
। দেহের রোগ মুক্ত হতে পারে। পরামর্শ বসরাই মুক্তা (মধুপান সকালে আবশ্যক)

সিংহ – ২১জুলাই- ২০ আগষ্ট

অগ্নিচিহ্ন-(স্থির)- অধিপতি- রবি কর্মক্ষেত্রে পদোন্নতি সহ বদলী যোগ।
ভুসম্পত্তি ক্রয় ও গৃহ নির্মানের যোগ আছে। পরামর্শ রুবী ধারনীয়। সুনাম
বৃদ্ধি।

কন্যা- ২১ আগষ্ট- ২০ সেপ্টেম্বর

মৃত্তিকা-চিহ্ন- (দ্যর্তক) অধিপতি বুধ দাম্পত্য ক্ষেত্রে সমস্যা দূর হতে পারে।
অধ্যায়ন রত ছাত্র ছাত্রীদের পরীক্ষায় সাফল্যের যোগ আছে। পরামর্শ :পান্না/রুবী
ধারনীয়।

তুলা- ২১ সেপ্টেম্বর- ২০ অক্টোবর

বায়ু চিহ্ন-(চরচিহ্ন)-অধিপতি-শুক্র , নারী পুরুষের জন্য ২০২০ সাল স্বর্নযুগ।
অসম্ভব কাজ সম্ভব হতে পারে। বৈদেশিক আনুকুল্য রাষ্ট্রিয় ও সেবামূলক
কাজে চমক লাগাতে পারে।পরামর্শ: বাত বেদনার জন্য গরম পানি পান/হাল্কা
ব্যয়াম আবশ্যক। আফ্রিকান ডায়মন্ড ধারনীয়।

বৃশ্চিক- ২১ অক্টোবর- ২০ নভেম্বর

জলজ চিহ্ন অধিপতি-মঙ্গল-(স্থির)-টিকে থাকার জন্য কঠোর শ্রমের প্রয়োজন।
মন ভালো লোকে ভুল বুঝে । নূতন ব্যবসা রাজনীতিতে মুনাফা অর্জন হতে
পারে। পরামর্শ: রক্ত প্রবল ধারনীয়।
ধনু- ২১ নভেম্বর- ২০ ডিসেম্বর

অগ্নিচিহ্ন-অধিপতি-বুহস্পতি-(দ্যর্তক)- সেনাবাহিনী- পুলিশ আইনানুগ
সংস্থার জন্য শুভ দিক নির্দেশ করছে। অযথা ব্যয় বাড়তে পারে। অবিবাহিত নারী
পুরুষের ক্ষেত্রে বিবাহ আসন্ন। পরামর্শ: পীত পোখরাজা ,রুবী ধারনীয়।

মকর- ২১ ডিসেম্বর-২০ জানুয়ারী

মৃত্তিকা চিহ্ন-অধিপতি শনি (চর) জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব
কিছুতেই পূর্ণতা আসতে পারে। যৌবনের উন্নাদনা বাড়তে পারে।পরামর্শ:
শাকশবজী বেশী খেতে হবে। ইন্দ্রনীলা ধারনীয়।

কুম্ভ- ২১ জানুয়ারী ২০ ফেব্রয়ারী

বায়ুচিহ্ন-অধিপতি-শনি (স্থির) -এ সময় কালে যারা জন্মগ্রহণ করেছে তারা
সুমিষ্টভাষী সদালাপী। রাষ্ট্রীয় ক্ষমতা লাভ হতে পারে। পরামর্শ: অপরাজিতা নীলা
ধারনীয়।

মীন- ২১ ফেব্রয়ারী- ২০মার্চ

জলজ চিহ্ন অধিপতি বৃহস্পতি-(দ্যর্তক)+অভিনেতা, লেখক, বিচারক, গোয়েন্দা
সংস্থায় কর্মরত নারী পুরুষের জন্য ব্যাপক শুভ। বিবাহ ক্ষেত্রে সাফল্য । পরামর্শ: হলুদ
পোখারাজ ধারনীয়।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

রান্নাঘর থেকে পিঁপড়ে তাড়ানোর ঘরোয়া উপায়

শীতকালে গরম পানিতে গোসল করলে ক্ষতি হয়?

চায়ের সঙ্গে ৫ উপকরণ মেশালে শীতেও শরীরে থাকবে উষ্ণতার ছোঁয়া

চা না কফি, কাদের জন্য কোনটি বেশি স্বাস্থ্যকর?

যুগান্তকারী উদ্ভাবন, ন্যানো রোবটে জব্দ হবে ক্যানসার!

যেভাবে শিখবেন নতুন ভাষা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।