ক্রীড়া ডেস্কঃপাকিস্তানের তারকা ওপেনার আবিদ আলীর রেকর্ড ভেঙে দ্রুততম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার সানজু স্যামসন।লিস্ট এ ক্রিকেটে ২০১৮ সালে পাকিস্তানের জাতীয় ওয়ানডে কাপে পেশোয়ারের বিপক্ষে ১৫৬ বলে ২০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ইসলামাবাদের তারকা ওপেনার আবিদ আলী। তার সেই রেকর্ড ভেঙেছেন ভারতীয় ক্রিকেটার সানজু স্যামসন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে বেশ পরিচিতি পান স্যামসন। ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এ উইকেটকিপার ব্যাটসম্যান শনিবার বিজয় হাজারে ট্রফিতে কেরালার হয়ে গোয়ার বিপক্ষে ১২৯ বলে ২১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে অপরাজিত ২১২ রানের ইনিংস খেলেন।
উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর রান করেন।সানজু স্যামসন-আবিদ আলী ছাড়াও পাকিস্তানের কামরান আকমল ৫০ ওভারের ঘরোয়া ম্যাচে ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বিজয় হাজারে ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন স্যামসন।স্যামসনের ডাবল এবং শচিন বেবির সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৭৭ রানের পাহাড় গড়ে কেরালা। টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৭৩ রানে গুটিয়ে যায় গোয়া। ১০৪ রানের জয় পায় কেরালা।