শনিবার (০৯ অক্টোবর) বিকেলে খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ ডাঃ জসিমউদ্দিন হাওলাদার , শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক, ডাঃ আব্দুস সাকুর, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার,খুলনা গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লাহ নান্নু , বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর হোসেন,ডাঃ এস এম মোর্শেদ, ডাঃ এস এম কামরুল হক, ডাঃ প্রকাশ চন্দ্র, প্রশাসনিক কর্মকর্তা অহিদুজামান দুলু।
সভায় রবিবার থেকে শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট সম্পুর্ন বন্ধ করার সিন্ধান্ত গ্রহণ করা হয় এবং হাসপাতালের নামের সাথে রিসার্স সেন্টার যোগ করার অর্থ্যাৎ শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও রিসার্স সেন্টার নামকরনের প্রস্তাব মন্ত্রনালয়ে পাঠানোর সিন্ধান্ত গৃহিত হয়।