গোয়ালখালী জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপদেষ্টা ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এ, এস, এম আব্দুর রাজ্জাকের বড় ভাই শেখ আব্দুর জব্বার (৮০) হৃদযন্ত্র অক্রান্তে শনিবার সকাল ৬টায় শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাীধন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না —- রজিউন)। আজ মঙ্গলবার বাদ আসর গোয়ালখালী প্রতিটা মসজিদে মরহুমের মাগফিরাদের দোয়া অনুষ্ঠিত হয়। এতে গ্রামের নিজ বাড়ির আসেপাশের চারটি মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসী মুসল্লী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজন উপস্হিত ছিলেন। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রায় ১০০০ প্যাকেট বিরিয়ানি মসজিদ ও বাড়ি থেকে বিতরণ করা হয়। আমার সেজে ভাই মৃত্যুকালে তার স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা, অনেক নাতি নাতনি সহ অনেক গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার পুত্র কন্যা সহ আপনজনেরা তার রূহের মাগফিরাত কামনা করেন এবং সকলের কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের স্বাচ্ছন্দ্য দান করেন এই কামনা করি। আমিন সুম্মা আমিন।