সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আলেম-ওলামারা ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: চরমোনাই পীর | চ্যানেল খুলনা

আলেম-ওলামারা ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: চরমোনাই পীর

অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের আলেম-ওলামাগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেছেন, আলেম ওলামাদের নিজেদের মধ্যে কোন ধরনের বিরোধ সৃষ্টি করা যাবে না। আলেম-ওলামাগণ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে এক মতবিনিময় সভা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর বলেন, সাড়া দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। তার পরিপেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। ৯২ শতাংশ মুসলমানদের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামাগণ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে। আলিয়া হোক বা কওমী হোক সকল মাদরাসার আলেমরা একসাথে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের শক্তি কমে যাবে। আমরা কাজ করতে পারবো না। অন্যেরা আমাদের থেকে এগিয়ে যাবে।

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষ কখনই মাস্টারমাইন্ড হতে পারে না। মাস্টারমাইন্ড একমাত্র আল্লাহ তায়ালা। ৫ আগস্ট সে ঘটনা হয়েছে। ফেরাউনের মত নির্যাতনকারী, অত্যাচারী হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র-জনতাকে দিয়ে সেটা করিয়েছেন। বাংলাদেশের আলেম সমাজ যেটা করবে, যেটা চাইবে সেটাই হবে ইনশাআল্লাহ। সকলকে আলেম-ওলামার সাথে এক হয়ে কাজ করতে হবে। আলেমদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, মাদরাসা শিক্ষাকে অথবা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। মাদরাসা শিক্ষার সাথে উগ্রবাদ-জঙ্গীবাদের সাথে কোন সম্পর্ক নেই।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকার যে শক্তি সেটা অতীতে প্রমাণ হয়েছে। আমাদেরকে তার মধ্যেই থাকতে হবে। আগামী দিনের ক্ষমতার কথা বিবেচনা করতে হবে। মাদরাসা শিক্ষার জন্য সরকারের সাথে থেকে কাজ করে যেতে হবে। সরকারকে কোন বিষয়ে বিব্রত করা যাবে না। সব আলেম-ওলামার সমন্বয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। আমরা ইসলাম বিদ্বেষী কোন কাজে সংশ্লিষ্ট থাকবো না। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো।

আমাদের সব সময় সম্মুখপানে থাকতে হবে। আমরা চাই ইসলামি সমাজ যেন থাকে। ইসলামে কোন উগ্রতার সুযোগ নেই। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, কোন ধরনের উগ্রতাকে প্রশ্রয় দেয়া যাবে না। আলেম-ওলামাগণ এক থাকলে কেউ কোন কিছু করতে পারবে না। কে কোন দল করে সেটি ভিন্ন কথা, আমাদের সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলেম-ওলামাসহ সকলে এক থাকলে কেউ আমাদের রুখতে পারবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

সভায় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মুফতি আব্দুর রহিম, মুফতি আব্দুস শাকুর, মুফতি আব্দুর রহমান মিয়াজী, মাওলানা মিজানুর রহমান, মুফতি মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আসাদুল্লাহ, মুফতি ওমর ফারুক, মুফতি আবু সালেহ, মাওলানা নাজমুস সাদাত, মুফতি রুহুল আমিন, মুফতি আব্দুল্লাহ, মুফতি জাকির হোসাইন, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবুল হোসাইন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আবুল ফজল, মাওলানা মুজিবুর রহমান, মুফতি ফয়জুল করিম, মুফতি জাহাঙ্গীর হোসেন, মাওলানা হারুন-রশিদ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা হারুনা রশিদ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী বশির আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, মুফতি ইব্রাহিম খলিল মাওলানা হাবিবুর রহমান, মুফতি ওয়াহিদুল ইসলাম, মুফতি নাসির উদ্দিন, মুফতি আবুল কাশেম, মুফতি আনোয়ারুল ইসলাম, মাওলানা আরিফুর রহমান, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মুফতি বেলাল হোসাইন, মাওলানা সাঈদ হোসাইন, মাওলানা কামাল হোসেন, মুফতি নুর উদ্দিন খান, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা ইউসুফ, মাওলানা আহসান হাবিব, মাওলানা রেজওয়ান, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা নেওয়াজ শরীফ।

এছাড়াও সকালে চরমোনাই পীর বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মাদ্রাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা মহানগর বিএনপির দুই দিনের কর্মসুচি গ্রহন

‘সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা’

আলেম-ওলামারা ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: চরমোনাই পীর

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

শেখ হাসিনার দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: বকুল

রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য: বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।