চ্যানেল খুলনা ডেস্কঃইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর আয়োজনে টি-টুয়েন্টি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচের মধ্য দিয়ে ‘ইউএন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ উদযাপন করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের ক্রিকেট মাঠে বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দল দুই ভাগে ভাগ হয়ে (লাল ও সবুজ) নিজেদের মধ্যে এই প্রীতি ম্যাচ খেলে। লাল দলের প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ মহসিন এবং সবুজ দলের প্রতিনিধিত্ব করেন নূর নাহিয়ান।
হুইলচেয়ার দলের এ প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউল্যাবের রেজিট্রার অধ্যাপক আখতার আহমেদ ও ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য। এ সময় ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্যের হাতে অফিশিয়াল জার্সি তুলে দেন লাল দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন এবং ইউল্যাবের রেজিট্রার অধ্যাপক আখতার আহমেদের হাতে জার্সি তুলে দেন সবুজ দলের অধিনায়ক নূর নাহিয়ান।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সবুজ দলের কাপ্তান নাহিয়ান। লাল দল ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান তোলে। জবাবে, সবুজ দল ৩ উইকেট ও ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বক্তব্য রাখেন। তিনি বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। এ সময় দুই দলের অধিনায়কের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউল্যাবের রেজিট্রার অধ্যাপক আখতার আহমেদ ও মিডিয়া ব্যক্তিত্ব আদনান ফারুক হিল্লোল।
বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের পক্ষ থেকে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকের হাতে শুভেচ্ছা স্বারক তুলে দেন বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের ম্যানেজার ও ইন্টারন্যাশনাল কাউন্সিল অব হুইলচেয়ার ক্রিকেটের সিইও মাহবুবুর রহমান পলাশ।
ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ আগত অতিথিরা খেলা উপভোগ করেন।