সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে হামলায় জড়িত ইরানপন্থি মিলিশিয়া বাহিনী | চ্যানেল খুলনা

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে হামলায় জড়িত ইরানপন্থি মিলিশিয়া বাহিনী

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে হত্যা করতে তার বাসভবনে ড্রোন হামলায় জড়িত ইরানপন্থি মিলিশিয়া বাহিনী। ইরাকের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও মিলিশিয়া সূত্রের বরাত দিয়ে সোমবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত রোববার ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ওই হামলার ঘটনা ঘটে।
ইরাকের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও মিলিশিয়া সূত্রের বরাত রয়টার্স বলছে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে হত্যা করতে তার বাসভবনে ড্রোন হামলায় ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলোর মধ্যে অন্তত একটি গ্রুপ জড়িত।

তবে অন্য আরও বেশ কয়েকটি সূত্র এবং বিশ্লেষকরা বলছেন, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনে এই ধরনের হামলায় তেহরানের সম্মতি দেওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ইরান চায়, তাদের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সহিংসতা কমে আসুক এবং স্থিতিশীলতা বজায় থাকুক। আর তাই তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগ অযৌক্তিক।
গত রোববার বিস্ফোরক-বোঝাই তিনটি ড্রেনের সাহায্যে ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এই হামলায় প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমি অক্ষত থাকলেও তার বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন। খাদিমির বাসভবনটি রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এলাকা বলে পরিচিত গ্রিনজোনে অবস্থিত।
বাগদাদের ওই গ্রিনজোনে বহুসংখ্যক সরকারি দফতর এবং বিদেশি দূতাবাস অবস্থিত। এমন সুরক্ষিত এলাকায় ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলার পর ইরাকজুড়ে উত্তেজনা দেখা দেয়।
গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-খাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের: জয়শঙ্কর

সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা

ফিলিস্তিনিদের রক্তাক্ত ঈদ, ইসরাইলি বোমা হামলায় নিহত ২০

মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেখা গেছে , দাবি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকালের

বিশ্বের কোন দেশে কবে হতে পারে ঈদ

নামাজের সময় ভূমিকম্প, মসজিদ ধসে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।