আন্তর্জাতিক ডেস্কঃইরানের সঙ্গে তার দেশের সীমান্তবর্তী এলাকায় বাজার চালুর প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার (৮ ডিসেম্বর) এক বৈঠকে ইরান-পাকিস্তান সীমান্তে আটটি বাজার চালুর প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য নিজ দেশের বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দেন তিনি।
এ সময় নিরাপত্তা রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাস্টমস বিভাগকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
গত মাসে ইরান ও পাকিস্তানের সীমান্ত বিষয়ক যৌথ কমিটি ইরানের সীমান্তবর্তী জাহেদান শহরে নিজেদের মধ্যকার সপ্তম বৈঠকে মিলিত হয়। ওই বৈঠকে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় প্রত্যেক দেশে চারটি করে মোট আটটি বাজার চালু করার সিদ্ধান্ত নেন তারা।
ইমরান খান চান এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হোক। এ ব্যাপারে তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এটি দারুণ একটি উদ্যোগ। আমি চাই এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক। এতে ইরান ও পাকিস্তান দুটি দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।