আন্তর্জাতিক ডেস্কঃনির্দিষ্ট শর্ত মেনে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোকে অভিনন্দন জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ রবিবার এই অভিনন্দন জানান।
ইরানভিত্তিক গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করায় ফিলিস্তিনকে অভিনন্দন জানিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিহাদ আন-নাখালার সঙ্গে এক টেলিফোনালাপে এই অভিনন্দন জানান। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ মানুষের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানান জারিফ।
গত সপ্তাহে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ইসলামি জিহাদ আন্দোলনের এক শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ অবস্থায় মিশরের মধ্যস্থতায় ইসলামি জিহাদ আন্দোলনের শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় তেল আবিব।
এসব শর্তের মধ্যে রয়েছে—গাজা উপত্যকায় টার্গেট কিলিং বন্ধ করা, গাজা-ইসরায়েল সীমান্তে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা যে বিক্ষোভ সমাবেশ করেন তাতে হামলা না চালানো এবং গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের ব্যাপারে তেল আবিব এর আগে যে চুক্তিতে সই করেছিল তা বাস্তবায়ন করা।
জিহাদ আন্দোলনের এসব শর্ত মেনে গত বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরায়েল। মিশর এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।