বৈশ্বিক মহামারি করোনা বৃদ্ধিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে দেশব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে নগরীর রেলওয়ে বড় বাজার কদমতলায় এবং থানার বিভিন্ন পয়েন্টে পথচারী ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ আবুল কাশেম, মোঃ আনোয়ার হোসেন, ছাত্রনেতা মোঃ ইব্রাহিম ইসলাম আবীর, মাহদী হাসান মুন্না, আব্দুল্লাহ আল মামুন, জোবায়ের যাওয়েদ, হাবিবুল্লাহ মেসবাহ, উসামা আবরার প্রমুখ নেতৃবৃন্দ।