সোমবার বিকালে ওয়ার্ডের অস্থায়ী কার্যালয় ইসলামী যুব আন্দোলন ১০ নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন অনুস্ঠানে ওয়ার্ড সহ সভাপতি মাওঃ মশিউর রহমান খুলনাভী এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাঃ রাজিবুল ইসলাম সাজু এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানার সংগ্রামী সাধারন সম্পাদক মোহাঃ আব্দুস সবুর আল রাব্বি।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন ,’করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লকডাউনে দেশে লক্ষ লক্ষ শ্রমিক চাকুরি হারিয়ে মানবতার জীবনযাপন করছে।তারা প্রকৃতার্থে অসহায় না হলেও চাকুরি হারিয়ে আর্থিক অনাটনের শিকার হচ্ছে।অথচ সরকার তাদের নিয়ে কোন পরিকল্পনা না করেই স্তরে স্তরে লকডাউনের সময় সীমা বাড়াচ্ছে। আবার দেশে বিদ্যমান বেকার যুবকদের অবস্থাও খুব করুণ হচ্ছে।আর তাই, ঈদুল ফিতরের পূর্বে করোনা মহামারীতে আর্থিক ক্ষতিগ্রস্ত যুবক ও শ্রমিকদের সরকারী তহবিল থেকে সম্মানি ভাতা প্রদান করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল ইসলামী যুব আন্দোলন ১০ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক ইয়াসীন ফরিদী প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি সম্পাদক হাফেজ আল আমিন,উপ সম্পাদক আবু ইকবাল,শাকিল,জসিম,শুকুর আলি,আফরোজ,সাব্বির সহ প্রমুখ নেতৃবৃন্দ।