সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: চূড়ান্ত পর্বের টিকিট পেল খুলনা বিশ্ববিদ্যালয় | চ্যানেল খুলনা

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: চূড়ান্ত পর্বের টিকিট পেল খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা জেলা স্টেডিয়ামে টানটান উত্তেজনা। কারা পাবে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা অঞ্চল থেকে চূড়ান্ত পর্বের টিকিট? খুলনা বিশ্ববিদ্যালয় ও নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সমর্থকেরা দুলছিলেন আশা নিরাশায়। ১-১ ড্র শেষে ম্যাচের ফল এসেছে টাইব্রেকারে। আর তাতে ৫-৪ গোলে জিতে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়।

এমন জয়ের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতে ওঠেন আনন্দ-উচ্ছ্বাসে। দলকে অভিনন্দন জানিয়ে গ্যালারি থেকে শিক্ষার্থীরা সারাক্ষণই প্রেরণা দিয়ে গেছেন। অন্যদিকে হতাশায় ডুবেছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। খুব কাছে গিয়েও তারা পারল না চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে।

আগামী ৫ ডিসেম্বর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ৮ দল নিয়ে শুরু হবে চূড়ান্ত পর্ব (কোয়ার্টার ফাইনাল)। খুলনা বিশ্ববিদ্যালয়সহ চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে আরও তিনটি দল। রাজশাহী অঞ্চল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম অঞ্চল থেকে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বাকি চারটি দল ঠিক হবে ২৭ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠেই শুরু হওয়া ঢাকা অঞ্চল থেকে।

খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত শনিবার (২৩ নভেম্বর) শেষ হয়েছে খুলনা অঞ্চলের খেলা। দিনের প্রথম ম্যাচে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, খুলনা টাইব্রেকারে ৪-২ গোলে খুলনা খান বাহাদুর আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। ১২মিনিটে শেখ জিয়াউল হক গোল করে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে। ৫১ মিনিটে খুলনা খান বাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের পনির আহমেদ মেহেদী গোল পরিশোধ করেন। টাইব্রেকারে শেষ হাসি খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের।

টাইব্রেকারে দুটি শট আটকে ম্যাচ সেরা হয়েছেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গোলরক্ষক আব্দুল্লাহ আল তুষার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার জোয়ার্দার মিজানুর রহমান , জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ জাহাঙ্গীর হোসেন ও জাতীয় দলের সাবেক ফুটবলার দস্তগীর হোসেন নীরা।

দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয় ২-১ গোলে হারিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জকে। প্রথম থেকেই দুই দলের নৈপুণ্য দর্শকরা উপভোগ করেন। ১১তম মিনিটে হাসানুজ্জামান রনির দুর্দান্ত এক গোলে খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলক স্মরণ গোল করে সমতা ফেরান। ২৫তম মিনিটে দলকে আবার এগিয়ে নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জাকিরুল হোসাইন। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ম্যাচ সেরা হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের হাসানুজ্জামান রনি। দিনটিই ছিল তাঁর। দুটি ম্যাচেই হয়েছেন সেরা। প্রথম ম্যাচ শেষে তাঁর হাতে সেরার পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক জাফর আলী খান ও প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল।

প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টটিতে সারা দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। আয়োজনটির সম্প্রচার সহযোগী এটিএন বাংলা।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবির কর্মচারী মো. শফিকুল ইসলামের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে  ডি-নথির ব্যবহার প্রয়োজন : উপ-উপাচার্য

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।