ফকিরহাট এখন গ্রাম নয়। ফকিরহাট এখন শহর। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। রাস্তা ঘাট পাকা হয়েছে। এক সময়ের সন্ত্রাস কবলিত রক্তাক্ত জনপদ ফকিরহাট পরিনত হয়েছে শান্তির জনপদে। ফকিরহাটের মানুষ এখন তিন ঘন্টায় ঢাকায় যায়। দিনে দিনে ঢাকা গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে ফিরে আসে। পদ্মা ব্রীজের কল্যানে এমনটি সম্ভব হয়েছে। পদ্মা ব্রীজের সুফল পাচ্ছে সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গের মানুষ। আজ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সরকারে আছে বলেই দেশজুড়ে শান্তি ও উন্নয়নের সুবাতাস বইছে।ফকিরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফকিরহাট উপজেলা শাখা আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী দিবসের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে এমন বক্তব্য রাখলেন বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দীন। ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বোমা হামলার প্রেক্ষাপটে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ এর নির্দেশে ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনটিকে ২০১৭ সাল থেকে ফকিরহাটে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী দিবস হিসেবে পালন করে আসছে। এদিন বিকেলে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ঘিরে দুপুর গড়াতে না গড়াতে ফকিরহাট বিশ্বরোড মোড় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আলাদা আলাদা ভাবে স্বেচ্ছাসেবক লীগের মিছিল এসে বিশ্বরোডের দুপাশে দাড়ানো মানববন্ধনে শামিল হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দদের স্বাগত জানান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মিছিল সহকারে যোগ দেয় বেতাগা, নলধা-মৌভোগ,বাহিরদিয়া, মুলঘর সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শেখ ইমরুল হাসান এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী বেলাল সাঈদ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। প্রধান বক্তা সেদিনের সেই নারকীয় সন্ত্রাসযজ্ঞের বিচার দাবী করেন। ফকিরহাটে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী দিনের আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করার আহবানও জানান তিনি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব।এদিনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নতুন মাত্রা যোগ হয় বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের যোগদানে। শেখ সারহান নাসের তন্ময় এর উপস্থিতিতে স্লোগানে স্লোগানে মুখর করেন ফকিরহাট বিশ্বরোড মোড়ের দুপাশে প্রায় দুই কিলোমিটার ব্যাপী মানববন্ধনে অংশ নেয়া হাজারো নেতাকর্মী। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশের অনুরোধে বক্তব্য রাখেন শেখ সারহান নাসের তন্ময়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনকে সামনে রেখে খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী নির্বাচনী জনসভায় নারকীয় বোমা হামলায় ঘটনাস্থলে ৯ জন সহ মোট ১৯ জন নিহত এবং আহত হন দুই শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী।