উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের কাতারে। দেশের কৃষক এখন আর সারের জন্য জীবন দেন না। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি বুধবার বিকেলে নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকা ডুমুরিয়া উপজেলার রুদাঘরা মাধ্যমিক বিদ্যালযে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন। আওয়ামী লীগ রুদাঘরা ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন, রুদাঘরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তাপস হালদার।
এসময়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আরও বলেন, এক সমযের রক্তাক্ত ডুমুরিযা বলে খ্যাত ডুমুরিযায় এখন শান্তির সুবাতাস বইছে। সাম্প্রদায়িক সম্প্রীতির াননন্য উদাগরণ এই ডুমুরিয়া। বিগত চারদলীয় জোট সরকার আমলে এমন পরিবার ছিল না যে পরিবারের সদস্যরা হামলা মামলার শিকার হননি। একন সাধারণ মানুষ আর হয়রানি হয় না। তাই শান্তিপূর্ন সহাবস্থান বজায় রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৫ (ডুমুরিয়া –ফুলতলা ও খানজাহান আলী থানার আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ’র পক্ষে আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যড, রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, উপজেলা আ্#৩৯;লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম বাবর আলী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা খান আবু বক্কার, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, জেলা পরিষদের সাবেক সদস্য শোভা রানী হালদার, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, প্রভাষক সুলগ্না বসু, প্রভাষক এম এম ইমরান হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হক, মেজবাউল আলম টুটুল প্রমূখ।