বাংলাদেশের বিশ্বকাপ কার্যত শেষ। প্রথম রাউন্ডের বাকি তিনটি ম্যাচ এক অর্থে নিছক আনুষ্ঠানিকতা কারণ সেমিফাইনালের সম্ভাবনা শেষ। তবে বাকি তিন ম্যাচেও জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। কারণ বাকি তিন ম্যাচে ভালো করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় টাইগাররা। এই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করবে টাইগাররা। ম্যাচটি শুরু হয়েছে মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেনে।
বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে দু’দলের। এর আগে বিশ্বকাপে দু’বারের দেখায় উভয় দলই একবার করে ম্যাচ জিতেছে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের জয় ৫টিতে এবং পাকিস্তানের জয় ৩৩টিতে। সবশেষ দেখায় এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে। শেখ মাহেদীর জায়গায় খেলবে তাওহিদ হৃদয়।