করোনা ভাইরাসের কারনে সাধারণ ছুটির মধ্যে পরিবার নিয়ে দুরাবস্থায় পড়া অস্বচ্ছল পরিবারে এান সহায়তা দিয়েছে ১০নং ওয়ার্ড বিএনপি।মঙ্গলবার নগরীর খালিশপুরে ১০নং ওয়ার্ডের বঙ্গবাসী মোড়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের এান সহায়তা দিয়েছে ১০নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন বাচ্চু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি স ম রহমান, মোঃজাহিদ হোসেন,ছাত্র বিষয়ক সম্পাদক শেখ সাদি।সহ-সভাপতি খালিশপুর থানা বিএনপির মোঃজিয়া। সাবেক কাউন্সিলর ফারুক হিল্টন,ডাঃমোবাশ্বির হোসেন শ্যামল,মোঃহোসেন,মোঃমামুন রেজা খোকন,সাইফুল ইসলাম সান্টু,মোঃকামাল হোসেন,মোঃসাদাকাত,মোঃনাদিম,মোঃজাকির,মোঃসেলিম,মোঃজাহাঙ্গীর,জাহিদুল ইসলাম বাচ্চুসহ প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি