চ্যানেল খুলনা ডেস্কঃ জাপান টাইমস সূত্রে পাওয়া তথ্য মতে জাপানের খ্যাতনামা কমেডিয়ান কেন শিমুরা ২৯ মার্চ রোববার ৭০ বছর বয়সী এই অভিনেতা মারা যান। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২০ মার্চ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। এর তিনদিন পর করোনা ভাইরাস ধরা পড়ে বাংলাদেশে শিশু, যুবক – যুবতী এবং বড়দের কাছেও অসম্ভব জনপ্রিয় এই কমেডিয়ান। মূলতঃ কাইশ্যা নামেই তাকে সবাই চেনে।
নিশ্চিত তথ্যসূত্রের মাধ্যমে জানা গেছে, কেন শিমুরা গত ২০ মার্চ নিউমোনিয়া সংক্রান্ত জটিলতা নিয়েই হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে পরীক্ষার পর ২৩ তারিখ তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
জাপানের বিনোদন জগতের অভিনেতাদের মধ্যে তারই প্রথম করোনা ভাইরাস ধরা পড়লো। ১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন কমেডিয়ান শিমুরা। জাপানে তিনি ব্যাপক জনপ্রিয়। জাপানের টিভিতে তার বিভিন্ন টিভি শো চলছিল। এপ্রিলে তার একটি সিনেমাতে কাজ করার কথাও হয়েছিল। এই সময়ে তিনি মারা গেলেন। বাংলাদেশে তার ডাবিং ভিডিওগুলো সব বয়সীরা ভীষণ পছন্দ করতেন। শিমুরা তার কাজের জন্য বিশ্বজুড়েই প্রশংসা পেয়েছেন। জাপানি এ অভিনেতা বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। বাংলায় তার ডাবিং ভিডিওগুলোও কাইশ্যা নামে পরিচিত হওয়ায় মূল নামের চাইতে কাইশ্যা নামেই তাকেই লোকজন বেশি চেনেন।
লেখকঃ শাহ মামুনুর রহমান তুহিন, আহবায়ক, গ্লোবাল খুলনা।