মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ৩৭৫ টি পরিবারকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছে “এসো মিলি আত্মার বন্ধনে” নামে একটি সামাজিক সংগঠন। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল,১ কেজি ডাল ২ কেজি তেল,১ কেজি লবণ ও ১টি সাবান সহ প্রায় ১২০ মণ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উক্ত সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবীন্দ্রনাথ সরকার জানান, “২০০০ সালে শুরু হওয়া এ সংগঠনের মূল উদ্দেশ্য হল অত্র এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়ন। এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২০০শত যারা সকলেই অত্র ইউনিয়নের নাগরিক। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে বর্তমানে দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান কর্মরত। ” সংগঠনটি প্রতিবছর অত্র ইউনিয়নের দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের কে পুরস্কার ও বৃত্তি প্রদানের ব্যবস্থা করে থাকে। এছাড়াও এলাকার যেকোনো সামাজিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছে। সংগঠনের অন্যতম সদস্য বাবু নিখিল কুমার সরকার বলেন , “সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে আমাদের এলাকার গরিব মানুষের যেন খাবারের কষ্ট না হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।”ব্যাংকার মিঠুন বিশ্বাস জানান , “এটা আমাদের শিকড়ের প্রতি আমাদের দায়বদ্ধতা। যতদিন করোনা থাকবে ততদিন আমরা এ মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”অন্য সদস্য বাবু রামপদ বিশ্বাস বলেন, ‘আমাদের এ মানবিক কার্যক্রম শুধুমাত্র করোনা কালীন সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। অত্র এলাকার যেকোনো দুর্যোগ ও সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের সংগঠন সর্বদা প্রস্তুত থাকবে।’ ব্যাংকার বাবু বরুন সরকার বলেন , “আমরা চাই আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ শিক্ষার আলোয় আলোকিত হোক, অর্থবহ জীবন যাপন করুক। আমরা যদি প্রত্যেকটি গ্রামকে উন্নত করতে পারি তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।”
এই খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান বাবু সঞ্জীবন বিশ্বাস। তিনি বলেন “এসো মিলি আত্মার বন্ধনে” সংগঠনটি