ক্রীড়া ডেস্কঃআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পুরিয়ে জাননি পাকিস্তানের জীবন্ত কিংবদন্তি শহীদ আফ্রিদি। যার বড় প্রমাণ চলমান গ্লোবাল টি-টুয়েন্টি কানাডা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স। গেল রবিবার (২৮ জুলাই) এডমন্টন রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ব্রাম্পটন উলভসের হয়ে মাত্র ৪১ বল খেলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
তবে তার ইনিংসকে ছাপিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ম্যাচেরই একটি ভিডিও। যেখানে দেখা যায়, ম্যাচের প্রথম ইনিংসের শেষ বলে আফ্রিদি লং অফের দিকে বল মেরে এক রানের জন্য ধীরে সুস্থে দৌড়চ্ছেন।
তা দেখে পার্টনার ওয়াহাব রিয়াজ রান নিতে নিতে আফ্রিদিকে জিজ্ঞেসা করেন, ‘দ্বিতীয় রান নেবে না?’ জবাবে বেশ মেজাজি উত্তর আসে আফ্রিদির তরফ থেকে। তিনি বলেন, ‘পাগল আছিস নাকি? বোলিং কে করবে?’
এদিন আফ্রিদির ইনিংসটি সাজানো ছিল ১০টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে। যার দৌলতে প্রতিপক্ষ রয়্যালসকে ২০ ওভারে ২০৮ রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় উলভস। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানেই থেমে যায় রয়্যালসের ইনিংস। শুধু ব্যাটে নয়, বোলিংয়েও অবদান ছিল আফ্রিদির। একটি উইকেটও পান তিনি। ফলে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সাবেক পাক অধিনায়ক।