সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কথাশিল্পী সমরেশ মজুমদার আইসিইউতে | চ্যানেল খুলনা

কথাশিল্পী সমরেশ মজুমদার আইসিইউতে

কথাশিল্পী সমরেশ মজুমদার শ্বাসকষ্ট নিয়ে কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শুক্রবার নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ায় সমরেশ মজুমদারের পরিবার কোনোরকমের ঝুঁকি না নিয়ে দ্রুত তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়।

হাসপাতাল সূত্রে স্থানীয় গণমাধ্যম জানায়, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে। ইতোমধ্যে তার এক্স-রে, সিটি স্ক্যানসহ একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছে।

এর পাশাপাশি তার করোনা পরীক্ষাও করা হয়েছে।

কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এর আগে ২০২১ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এই লেখক। সেই সময় তাকে ভেন্টিলেশনও রাখা হয়েছিল।

সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ ডুয়ার্সের গয়েরকাটায় জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘দৌড়’। এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস উপহার দিয়েছেন তিনি।
তার সেরা সৃষ্টি হয়ে রয়েছে ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ ট্রিলজি।

১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার অর্জন করেন সমরেশ মজুমদার।

https://channelkhulna.tv/

সাহিত্য ও সাংস্কৃতি আরও সংবাদ

খুলনায় ‘তবুও ফু‌টে‌ছে অঞ্জন’ গ্রন্থের প্রকাশনা

চিতলমারীতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি

চিতলমারীতে সাহিত্য আড্ডায় বইয়ের মোড়ক উন্মোচন

শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণীজন

খুলনায় ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আজ কবি সিকান্দার আবু জাফরের ১০৩ তম জন্মদিন : জন্মদিন উপলক্ষ্যে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।