পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’ গানের কপিরাইট ভঙ্গ করায় চিত্রনায়ক শাকিব খান ও মোবাইল কোম্পানি রবির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।
চ্যানেল খুলনা ডেস্কঃকপিরাইট আইন লঙ্ঘনের দায়ে চিত্রনায়ক শাকিব খান ও মোবাইল কোম্পানি রবির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। বিখ্যাত গান ‘পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’ গানের শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে রোববার এই অভিযোগ দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারায় এ অভিযোগ দায়ের করা হয়।
ব্যারিস্টার ওলোরা আফরিন এ তথ্য দ্য বিজনেস স্টান্ডার্ডকে নিশ্চিত করছেন।
বাংলাদেশি চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিন ধরেই তাকে ফিল্ম ইন্ডাস্ট্রির ‘শীর্ষ নায়ক’ হিসেবে গণ্য করা হয়। একইসঙ্গে প্রযোজক হিসেবেও খ্যাতি আছে তার।
গত বছর মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’-এ ‘পাগল মন’ শিরোনামের গানের মাঝখানে ‘পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে’ কথাগুলো জুড়ে দেওয়া হয়। মৌলিক ‘পাগল মন’ গানটির সুরও অবিকল ব্যবহার করা হয় ওই অংশে।
এ প্রসঙ্গে ব্যারিস্টার ওলোরা আফরিন বলেন, চিত্রনায়ক শাকিব খান তার ‘পাসওয়ার্ড’ সিনেমায় গানটির পিক দুই লাইন অনুমতি ছাড়া ব্যবহার করেছেন, যা কপিরাইট করা ছিল। সিনেমায় সেটি ব্যবহার করে তিনি কপিরাইট ভঙ্গ করেছেন। এজন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে প্রথমে আইনি নোটিশ দেওয়া হয়। এ নিয়ে কয়েকবার শাকিব খানের সঙ্গে বৈঠক হলেও ফলাফল না আসায় আমরা অভিযোগটি দায়ের করেছি।
এছাড়া রবিও শাকিবের সিনেমার গানটি বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে। এ কারণে রবিকেও অভিযুক্ত করা হয়েছে বলে জানান ওই আইনজীবী।