চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স ও নার্সি সুপারভাইজার শিলার রানীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। এসময় ইউনিয়নের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত তিন দিন ধরে স্বাধীনতা নার্সেস পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সভাপতি শিলা দাসের বাড়িতে করোনার অজুহাত দেখিয়ে অবরুদ্ধ বা লকডাউন করে দেয় এলাকার কতিপয় অতি উৎসাহীরা। বাড়িতে মেডিকেল পড়ুয়া মেয়ে একা থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে মানবেতর জীবন-যাপন করেন।
সংবাদ পেয়ে আজ ১লা মে শুক্রবার বেলা ১১টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ইউনিয়নের যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি, সদস্য সুনীল দাস ও এস এম কামাল হোসেনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। এসময়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হকের সহযোগিতায় লকডাউন প্রত্যাহার করে নার্স শিলার মেয়ের হাতে ইউনিয়ন এর পক্ষ হতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।