চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা পরিস্থিতিতে চলমান সংকট মোকাবেলায় সার্বক্ষণিক অসহায় মানুষদের পাশে থাকতে কাজ করছে রুপসা উপজেলার যুবরা। সংগঠিতভাবে একাধিক দাতব্য আয়োজনের মাধ্যমে কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে খাবার ও প্রয়োজনীয় বাজার সামগ্রী তুলে দিচ্ছে উপহার হিসেবে। সালাম মূর্শেদী ব্লাড ব্যাঙ্ক ও আলোকিত রুপসা সংগঠনের ৪র্থ প্রোজেক্ট হাতেম তাঈ এর মাধ্যমে শতাধিক পরিবারে পৌছে দেয়া হয় সকালের খাবার ও প্রয়োজনীয় কাঁচাবাজার। সমাজকর্মী ও রাজনীতিবিদ শামসুল আলম বাবু এর তত্তাবধানে রান্না আয়োজনের অর্থায়নে সহায়তা করেন স্বেচ্ছাসেবী আদিবা ইসলাম সহ অনেকে। মূল প্রোজেক্টের উদ্যোক্তা তরিকুল ইসলাম ও ইমরান হোসেন সাগর অন্যন্য স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে সমগ্র আয়োজন পরিচালনা করেন। রাতভর রান্না ও প্যাকেজিং করে ১৮এপ্রিল সকালে প্রায় ৩০০মানুষের জন্য একশ পরিবারে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ইতিমধ্যে সম্পন্ন হওয়া খাদ্য সামগ্রী বিতরণ, রান্না খাবার বিতরণ, প্রোজেক্ট স্বপ্নের বাজারের মাধ্যমে নায্যমূল্যে কৃষকের থেকে কিনে বিনালাভে পণ্য বিক্রী প্রশংসিত হয়েছে দেশজুড়ে। এরই ধারাবাহিকতা সাহিত্যের চরিত্র হাতেম তাঈ এর মত দান অন্যদেরও উৎসাহিত করুক।
এই সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এমপি পত্নী জনাব শারমিন সালাম, সকল কার্যক্রমের নিয়মিত খোজখবর রাখছেন তিনি। খুলনা-০৪ আসনের মাননীয় এমপি জনাব আব্দুস সালাম মূর্শেদী নিজেই এই যুবকদের পাশে দাড়ানোর কথা বলেছেন। শীঘ্রই অসহায় মানুষদের জন্য আলোকিত রুপসা সসংগঠনের সহায়তায় রুপসাব্যাপী কার্যক্রম শুরু করবেন তিনি। নিয়মিত সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন তিনি। সকলের সাধ্যমত সহায়তা এবং সতর্কতা মেনে চলা দেশকে আবারো স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনবে দ্রুত এমনটাই প্রত্যাশা।