নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগের ৯ জেলার ৩৩৮ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যশোর সার্কিট হাউস মিলনায়তনে ২৯ জুলাই ২০২০ দুপুরে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সহযোগিতায় মূলধারার সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে খুলনা জেলায় ১১৪ জন, যশোরের ৪৮, সাতক্ষীরার ৩৪, ঝিনাইদহের ২৯, চুয়াডাঙ্গার ২৮, নড়াইলের ২৭, মাগুরার ২৭, মেহেরপুরের ২৫ ও বাগেরহাট জেলার ৬ জন রয়েছেন।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বলেন-
করোনাকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। কেউ ঘরে বসে নেই। আওয়ামী লীগের নেতা, এমপি মন্ত্রী মারা গেছেন। ‘আর ঘরে বসে বিএনপির নেতারা টেলিভিশনে উঁকি দিয়ে মুখ দেখাচ্ছে । তারা মানুষের পাশে নেই।’
তিনি বলেন, ‘পুলিশ বাহিনী বাংলাদেশের জন্য উদাহরণ তৈরি করেছে। এছাড়াও সেনাবাহিনী, ডাক্তার, নার্স করোনা মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছে। তাদেরকে ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, সরকারের যারা প্রশংসা করে; শুধু তারা নয়, সমালোচক সাংবাদিকদেরকেও সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি এ সহায়তা আগামিতেও অব্যাহত থাকবে।
এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শাহীন চাকলাদার, বিএফইউজে- বাংলাদেশ সাংবাদিক ফেডারেল ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহামুদ।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবির রিটন প্রমুখ।
সভাপতিত্ব করেন জেইউজে’র সভাপতি সাজেদ রহমান বকুল। সঞ্চালনা করেন জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।