বাগেরহাট প্রতিনিধিঃ মহামারী নোবেল করোনা ভাইরাস মোকাবেলায় বাগেরহাট জেলাকে পিতার মত করে আগলে রেখে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাগেরহাটের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো.মামুনুর রশিদ ও পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।বাগেরহাটবাসীর জন্য ঢাল হয়ে দিন রাত কাজ করে যাচ্ছে এই দুই কর্মকর্তা তাই সাধারন জনগনের কাছে প্রশসংসায় পাত্র তারা।
করোনা পরিস্থিতিতে সর্বদা সজাগ দৃষ্টি রেখ চলছেন জেলা প্রশাসক জনাব মো.মামুনুর রশিদ। প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে মতবিনিময় সভা, সরকারি তথ্য জনসাধারনকে জানানো, সরকারি সহায়তার সুষম বণ্টন, উপজেলা নির্বাহী অফিসার ও ভুমি কমিশনারদের করোনা মোকাবেলায় নির্দেশনা দান,জেলা উন্নয়ন স্বমন্বয় কমিটির সভা, ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন এর যৌথ প্রযোজোনায় মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশ করেন এই কর্মকর্তা।
এছাড়াও লকডাউনের সময় জেলা প্রশাসন কতৃক পরিচালিত হট লাইন নম্বারে মেসেজ করে খাদ্য সহায়তা পেয়েছেন বাগেরহাটের বিভিন্ন এলাকার গরিব দুঃখী মেহনতী মানুষ।যার ফলে সাধারন মানুষের অাস্থার জায়গা হিসেবে সকলের বুকের মাঝে স্থান করে নিয়েছেন তিনি।
এছাড়াও, করোনা কালে অনলাইনে আন্তঃজেলা বির্তক প্রতিযোগীতার আয়োজন করে সুনাম কুড়িয়েছেন তিনি।
বাগেরহাট জেলায় মানবতার আরেক নাম পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। বাগেরহাটে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনিকভাবে কঠোর অবস্থানে আছেন তিনি। রাতদিন বাগেরহাটবাসীর জন্য পরিশ্রম করে যাচ্ছেন। ব্যাক্তি উদ্যোগে অসহায়দের খাদ্য সহায়তা দিয়েছেন। পুলিশ সুপার সহ জেলা পুলিশের সদস্যরা ঈদ ও আসন্ন দুর্গা পুজোয় নতুন পোশাক না কিনে এতিমদের সহায়তা করেছেন।ফেসশিল্ড উৎপাদন, হাত ধোয়া বেসিং স্থাপনাসহ নানা সেবামূলক, প্রচারণা মূলক কাজ করেছেন পুলিশ সুপার পঙ্কজ রায়।
করোনার ভেতরও অক্লান্ত ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ।সুন্দরবন এর গহিন অরন্যে হারিয়ে যাওয়া একদল যুবকে উদ্ধার করেও জনতার কাছে একজন হিরো হিসেবেই বিবেচিত হয়েছেন।
বাগেরহাটের ৯ উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক।করোনা জয় লাভ করা রোগীদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী ও খাবার এবং সরকারি উপহার পৌছে দিয়েছেন জনবান্ধব এই দুই কর্মকর্তা। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে জমিঅধিগ্রহনের জন্য ব্যাংক চেক জমির মালিকের বাড়ি নিজহাতে পৌঁছে দিয়েছেন জেলা প্রশানকও পুলিশ সুপার।
করোনার ভেতরই ঘুর্নিঝড় অাম্পানে ক্ষতিগ্রস্থ এলকাগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সেই সাথে ভুমি হীনদের প্রদান করেছেন দুর্যোগ সহনীয় ঘর। ভয়াবহ বিপদের দিনেও মানুষের জন্য যেভাবে নিজেদের বুককে ঢাল বানিয়ে বাগেরহাট বাসীকে অাগলে রেখেছে এটা সত্যিই ভাষায় বর্ননীয় নয়।বাগেরহাট বাসীর কাছে হিরো হয়ে থাকবে এ দুই কর্মকর্তা।
অন্য দিকে বসে নেই বাগেরহাটের বিভিন্ন থানার অভিফসার ইনচার্জবৃন্দ, বাগেরহাটের সকল উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ,সহকারি কমিশনার (ভূমি)বৃন্দ,বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট বৃন্দ।
দিনরাত মোবাইল কোর্ট পরিচালনা করে- শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন বাগেরহাটের বিজ্ঞ ম্যাজিস্ট্রেষ্ট অারাফাত সিদ্দিকি, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুজ্জামান সহ অনন্য কর্মকর্তাগন। বাগেরহাটবাসীকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তারা সব কিছু পালন করে যাচ্ছেন সচেতনতার সাথে।
করোনা মহামারীর এই দুর্দিনে তাদের পাশে পেয়ে খুশি বাগেরহাটের সাধারন জনগন। তাদের কর্মকাণ্ড গুলোই মানবতার কাতারে তাদের পৌঁছে দিয়েছেন।