করোনাভাইরাসের উৎস অনুসন্ধান করতে চীনে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তদন্ত দল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, উহান শহরের ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়ে যে তথ্য ছিল, তার কোনো ভিত্তি নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো টিমের প্রধান পিটার বেন এমবার্ক বলেন, চীনের উহান শহরের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টি অতিমাত্রায় অসম্ভব। ভাইরাসের তথ্য উৎস শনাক্তে আরো বেশি কাজ করা প্রয়োজন।
২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনা মহামারি শনাক্ত হয়। এরপর ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে এ পর্যন্ত দুই কোটি ৩০ লাখের বেশি মানুষ মারা গেছে।
বিশেষজ্ঞদের ধারণা ভাইরাসের উৎস বাদুর এবং এই বাদুর থেকে অন্য প্রাণির মাধ্যমে এটি মানুষে সংক্রমিত হয়েছে।
ড. এমবার্ক বলছেন, এটি প্রথম সম্ভবত প্রাণীতে হয়েছিল, পরে তা মানুষের মধ্যে ছাড়ায়; তবে এটি এখনো সঠিক তথ্য নয়।
তিনি জানান, প্রাণী থেকে সংক্রমণের পথ চিহ্নিতকরণের কাজ এখনও ‘প্রক্রিয়ার মধ্যে’ রয়েছে।